ভোলায় জেলেদের জালে দুই মণ ওজনের মাছ‌

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ১১:১১ পিএম, ২৩ জানুয়ারি ২০১৯

ভোলার মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির হাউস মাছ। বুধবার সন্ধ্যার দি‌কে ভোলা সদরের ইলিশা মেঘনা নদীতে এ মাছ ধরা পড়ে।

স্থানীয়রা মো. হো‌সেন শা‌হিন জানান, সদ‌রের ইলিশা ও ধ‌নিয়ার মাঝামা‌ঝি এলাকার মেঘনা নদীতে সন্ধ্যার দিকে স্থানীয় জে‌লে ফি‌রোজ মা‌ঝি ও ই‌দ্রিছ মা‌ঝির জা‌লে ধরা পড়ে বিশাল আকৃতি হাউস মাছ। যার ওজন দুই মণ পাঁচ কে‌জি।

পরে জেলেরা মাছটি বি‌ক্রির জন্য ইলিশা ঘাটে নিয়ে আ‌সে। ওই সময় এই বিশাল আকৃ‌তির মাছ ধরা পড়ার খবর চার‌দি‌কে ছ‌ড়িয়ে পড়লে ভোলার শহর, সদ‌রের বি‌ভিন্ন ইউ‌ন্নি থে‌কে মাছ‌টি দেখার জন্য ভিড় জমায় মানুষ। এ সময় স্থানীয় আব্দুল কাসেম ব্যাপারী জেলেদের কাছ থেকে ১৫ হাজার টাকা দি‌য়ে ক্রয় করেন।

আব্দুল কাসেম ব্যাপারী রা‌তে জা‌গো নিউজ‌কে বলেন, এমন বিশাল আকৃতির মাছ আর কখন দেখিনি। আমি এটি মোকামে বিক্রির জন্য ক্রয় করেছি। আশা করি অনেক টাকা লাভ হবে।

এ‌দি‌কে, ভোলা সদ‌রের সি‌নিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান জা‌গো নিউজ‌কে ব‌লেন, এসব মাছ গভীর সাগ‌রে থা‌কে। দি‌ক হা‌রি‌য়ে মেঘনা নদী‌তে চ‌লে এসে জেলে‌দের জা‌লে ধরা প‌ড়েছে।

জু‌য়েল সাহা বিকাশ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।