‘জিডিপির প্রবৃদ্ধি ৮ থেকে ১০ শতাংশে নিয়ে যেতে চাই’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৪:১৬ পিএম, ২৩ জানুয়ারি ২০১৯

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, বর্তমানে জিডিপির প্রবৃদ্ধি ৮ শতাংশের কাছাকাছি। এটি বর্তমান সরকারের বিশাল সাফল্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ধারাবাহিকভাবে জিডিপির এই প্রবৃদ্ধি বৃদ্ধি পাচ্ছে।

তিনি বলেন, আমরা প্রবৃদ্ধির ৮ শতাংশে থাকতে চাই না, এটাকে ১০ শতাংশে পৌঁছাতে চাই। যারা অর্থনীতি নিয়ে গবেষণা করেন তারা বলছেন, এটি সম্ভব। জিডিপির প্রবৃদ্ধি ৮ থেকে ১০ শতাংশে নিয়ে যেতে চাই আমরা।

বুধবার দুপুরে সুনামগঞ্জ জেলা যুবলীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেয়ার আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন- সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। পরে অনুষ্ঠানে যোগ দিলে পরিকল্পনামন্ত্রীকে সংবর্ধনা দেয়া হয়।

এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।