ঘুষের টাকাসহ দুদকের হাতে ভূমির সার্ভেয়ার আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০১:৪৫ পিএম, ২৩ জানুয়ারি ২০১৯

ঘুষ নেয়ার সময় কিশোরগঞ্জ সদর উপজেলার ভূমি অফিসের সার্ভেয়ার মো. গিয়াস উদ্দিনকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২৩ জানুয়ারি) দুপুরে এক ব্যক্তির কাছ থেকে ১০ হাজার টাকা ঘুষ নেয়ার সময় তাকে আটক করা হয়।

দুদক ময়মনসিংহ সমন্বিত কার্যালয়ের পরিচালক কামরুল আহসানের নেতৃত্বে দুদকের একটি দল ভূমি অফিসের ওই কর্মকর্তাকে আটক করে।

দুদক কর্মকর্তারা জানান, জমি খারিজের প্রতিবেদন দেয়ার বিনিময়ে শহরের ইটালী ভবনের মালিক শাহ আব্দুল হাকিমের কাছ থেকে ১০ হাজার টাকা ঘুষ দাবি করেন ভূমি অফিসের সার্ভেয়ার গিয়াস উদ্দিন।

বিষয়টি আগেই জানাতে পারে দুদক। পরে আজ (বুধবার) দুপুরে টাকা লেনদেনের সময় সেখানে ওৎ পেতে থাকা দুদকের একটি দল তাকে হাতেনাতে আটক করে। এ বিষয়ে দুদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

নূর মোহাম্মদ/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।