ট্রাকে অচল দুর্গাপুর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৫:০৪ পিএম, ২২ জানুয়ারি ২০১৯

নেত্রকোনার দুর্গাপুর পৌরসভায় প্রায় দুই বছর ধরে প্রতিদিন বালুভর্তি প্রায় দেড় হাজার ট্রাক যাতায়াত করায় পৌরবাসীর যাতায়াতে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।

বালুবোঝাই ট্রাক নিয়ে যাওয়ার সময় বালুর ওপরে কোনো ঢাকনা না দেয়ায় পথচারীদের দুর্ভোগ বাড়ছে। বাতাসে স্কুল-কলেজের শিক্ষার্থীদের চোখে বালু পড়ছে। এ কারণে মারাত্মক সমস্যায় পড়েছেন পৌরবাসী।

পৌর শহর সদর উৎরাইল বাজার, বিরিশিরি, কাচারির মোড়, পুলিশের মোড়, দুর্গাপুর-নাজিরপুর মোড়, ধানমহাল, সুসং সরকারি কলেজ ও আলিয়া মাদরাসা মোড়সহ ব্যস্ততম তেরি বাজারের ঘনবসতি এলাকায় প্রতিদিন শতশত বালুভর্তি ট্রাক দাঁড়িয়ে থাকে। এতে স্কুলগামী শিক্ষার্থী, সাধারণ যাত্রীরা দুভোর্গের শিকার হন।

পাশাপাশি রাস্তার দু’পাশের অলিগলি ও রাস্তার ওপর পণ্য সাজিয়ে বসেন দোকানিরা। রয়েছে রিকশা, অটোরিক্শা, লরি, সিএনজি, ঠেলাগাড়ি ও ভ্যানগাড়ির জটলা। বিভিন্ন মোড়ে যানজট থাকায় যাত্রীদের চলাচলের কোনো সুযোগ নেই।

এছাড়া কাচারির মোড়ে সরকারি হাসপাতাল, বিভিন্ন ক্লিনিক, মাদরাসা ও সরকারি উচ্চ বিদ্যালয়, মহিলা কলেজ রোড এবং তেরি বাজার ঘনবসতি মহল্লা দিয়ে শত শত ট্রাক চলাচল করায় প্রতিদিন সমস্যায় পড়েন স্থানীয়রা।

ট্রাকের আওয়াজে সুস্থ মানুষও অসুস্থ হয়ে পড়ছেন। রোগীসহ ছোট ছোট শিশুরা ঘুমাতে পারছে না। জীবনের ঝুঁকি নিয়ে পৌরবাসীকে রাস্তায় চলাচল করতে হচ্ছে। মাঝে মধ্যে ঘটে দুর্ঘটনা।

এ বিষয়ে পৌর মেয়র হাজী আব্দুস সালাম বলেন, পৌরসভা সংলগ্ন সোমেশ্বরীর পাড়ঘেঁষে বহু সরকারি জায়গা পরিত্যক্ত রয়েছে। একটি বাইপাস সড়ক নির্মাণ করতে পারলে জনগণের দুর্ভোগ কমবে।

কামাল হোসাইন/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।