খুলনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইয়াবাসহ আটক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ০৯:১৬ পিএম, ২১ জানুয়ারি ২০১৯

ইয়াবা বিক্রির অভিযোগে খুলনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জুয়েল হাসান আরমানসহ চারজনকে আটক করা হয়েছে। এরপর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আরমানকে দল থেকে বহিষ্কার করেছে ছাত্রলীগ।

সোমবার বিকেলে মহানগরীর দৈনিক জনকণ্ঠ অফিসের পাশের গলি থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছে ৫০ পিস ইয়াবা পাওয়া যায়।

সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, প্রথমে সানি ও তুষারকে আটক করা হয়। সানির কাছে ৩৫ পিস ও তুষারের কাছে ৩ পিস ইয়াবা পাওয়া যায়। তারা জানান, জেলা ছাত্র লীগের সহ-সভাপতি আরমানের মাল (ইয়াবা) বিক্রি করে। পরে দৈনিক জনকণ্ঠ অফিসের পাশের গলি থেকে আরমান ও তার সঙ্গে থাকা হোসেনকে আটক করা হয়। এ সময় আরমানের কাছে ৯ পিস ও হোসেনের কাছে ৩ পিস ইয়াবা পাওয়া যায়।

ওসি জানান, আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে। এদিকে সন্ধ্যায় ইয়াবাসহ আটক জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জুয়েল হাসান আরমানকে বহিষ্কার করা হয়েছে। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসাইন ইমু বিষয়টি নিশ্চিত করেছেন।

আলমগীর হান্নান/এমএএস/এমএস/এসজি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।