ভটভটিভর্তি ফেনসিডিল
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ভটভটি থেকে দেড় হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র্যাব। র্যাব-৫ রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল গোদাগাড়ী উপজেলার ডাইংপাড়া এলাকা থেকে এসব ফেনসিডিল উদ্ধার করে।
এ ঘটনায় দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- শিবগঞ্জের রসুনচক এলাকার মৃত রজবুল আলীর ছেলে মশিদুল (২১) এবং একবরপুর আইড়ামারী এলাকার সামেদ আলীর ছেলে মাসুদ (২০)।
এ ঘটনায় গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মামলায় দুইজনকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
র্যাবের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের স্কোয়াডন লিডার সাইদ আল মুরাদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের ডাইংপাড়া এলাকায় অভিযান চালায়।
এ সময় জ্বালানিবোঝাই ভটভটিতে তল্লাশি চালিয়ে দেড় হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় ভটভটি চালকসহ দুইজনকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা মাদক কারবারে যুক্ত থাকার দায় স্বীকার করেন। পরে এ বিষয়ে আইনত ব্যবস্থা নেয়া হয় বলে জানান স্কোয়াডন লিডার সাইদ আল মুরাদ।
ফেরদৌস সিদ্দিকী/এএম/এমএস