গাইবান্ধায় অপসংস্কৃতি বন্ধের দাবিতে বিক্ষোভ


প্রকাশিত: ১২:০১ পিএম, ২৪ আগস্ট ২০১৫

অপসংস্কৃতি, অশ্লীলতা, মাদক-জুয়া, পর্নো পত্রিকা, ব্লু-ফ্লিম ও পর্নো ওয়েবসাইট বন্ধের দাবিতে সোমবার গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে তথ্যমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। নারীমুক্তি কেন্দ্র গাইবান্ধা জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে।
 
পরে গাইবান্ধা পৌর শহীদ মিনার চত্বরে সংগঠনের জেলা সভাপতি অধ্যাপক রোকেয়া খাতুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) জেলা সদস্য সচিব মনজুর আলম মিঠু, নিলুফার ইয়াসমিন শিল্পী, বজলুর রহমান, আফরুজা বেগম লিলি, হেদায়েতুল ইসলাম প্রমুখ।

বক্তারা গাইবান্ধাসহ সারাদেশে অব্যাহত নারী ও শিশু নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

নেতৃবৃন্দ এ সমস্ত ঘটনার পেছনে অপসংস্কৃতি, অশ্লীলতা, মাদক-জুয়া, পর্নোপত্রিকা, ব্লু-ফ্লিম এবং পর্নো ওয়েবসাইটের ব্যাপক প্রচার ও প্রসারকে দায়ী করেন। তাই এ সমস্ত সাইট প্রতিরোধে রাষ্ট্রীয় সহযোগিতা কামনা করেন।

এছাড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী আমেনা আক্তারের মৃত্যুর জন্য দায়ী দুর্বৃত্তদেরকে দৃষ্টান্তমুলক শাস্তির দাবিও জানানো হয় এ সমাবেশ থেকে। এর আগে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

অমিত দাশ/এমজেড

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।