কসবায় ইয়াবাসহ দুই মাদক কারাবারি আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৯:২২ এএম, ২১ জানুয়ারি ২০১৯

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা থেকে ৪০৫ পিস ইয়াবাসহ শাফায়াত মিয়া (৪০) ও রানা মিয়া (২২) নামে দু’জনকে আটক করেছে র‌্যাব।

রোববার সন্ধ্যায় উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধজনগর গ্রাম থেকে অভিযান চালিয়ে র‌্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের সদস্যরা তাদের আটক করেন।

বিজ্ঞাপন

আটক শাফায়াত ধজনগর গ্রামের আফতাব মিয়ার ছেলে ও রানা বড়ঠোটা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। তারা দু’জন মাদক কারাবারের সঙ্গে যুক্ত বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক (অতিরিক্ত পুলিশ সুপার) রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের ও জ্যেষ্ঠ সহকারী পরিচালক চন্দন দেবনাথের নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় ধজনগর গ্রামে অভিযান চালায়। এ সময় শাফায়াত ও রানাকে আটকের পর তাদের দেহ তল্লাশি করে ৪০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

এ ঘটনয় আটকদের বিরুদ্ধে কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আজিজুল সঞ্চয়/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।