লক্ষ্মীপুরে ১২ মণ জাটকা জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৮:২৪ পিএম, ২০ জানুয়ারি ২০১৯

লক্ষ্মীপুরের রায়পুরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকাসহ ১২ মণ জাটকা ইলিশ জব্দ করেছে কোস্টগার্ড। রোববার সকালে উপজেলার চরবংশী কান্দার খাল এলাকা থেকে এসব জাটকা জব্দ করা হয়।

জাটকাগুলো স্থানীয় এতিমখানা ও দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়েছে। পরে রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী রায় ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ব্যাপারে রায়পুর উপজেলার মেঘনা নদী এলাকার দায়িত্বে থাকা কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার (সিসি) মইনুল ইসলাম বলেন, জাটকা ধরার খবর পেয়ে অভিযান চালানো হয়। বিষয়টি টের পেয়ে জেলে ও অসাধু জাটকা ব্যবসায়ীরা নৌকা রেখে পালিয়ে যায়। তল্লাশি চালিয়ে ১২ মণ জাটকাসহ নৌকাটি জব্দ করে মৎস্য কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

রায়পুর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, জাটকা রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।

কাজল কায়েস/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।