তাদের উদ্দেশ্য ছিল লন্ডনে টাকা পাঠানো : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি প্রতি আসনে ৫-৬ জনকে মনোনয়ন দিয়ে মনোনয়ন বাণিজ্য করেছে। তাদের উদ্দেশ্যে ছিল লন্ডনে টাকা পাঠানো ও নিজের পকেট গরম করা।
বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সুপার মার্কেট চত্বরে আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
টানা দ্বিতীয়বারের মতো আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হওয়ায় কসবা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে এ সংবর্ধনা দেয়া হয়।
আইনমন্ত্রী বলেন, বিএনপি নির্বাচন করেছে, জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। এখন তারা বলছে নির্বাচন সঠিকভাবে হয়নি। জনগণ আওয়ামী লীগকে ভোট দিয়েছে, শেখ হাসিনাকে ভোট দিয়েছে। আপনারা এখন বেসুরা গলায় গান গাওয়া শুরু করলেন। এটা হয় নাই, ওটা হয় না। তারা এখন সংলাপ চায়।
তিনি বলেন, প্রতিটি রাজনৈতিক দল নিয়ে আলোচনায় বসেছেন প্রধানমন্ত্রী। নির্বাচন কমিশন প্রথমে ২৩ ডিসেম্বর তফসিল ঘোষণা করে। পরে তাদের দাবির প্রেক্ষিতে নির্বাচন কমিশন ৩০ ডিসেম্বর নির্বাচন পুনঃনির্ধারন করে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন অব্যাহত থাকবে। তার নেতৃত্বে আমরা দেশে আইনের শাসন ফিরিয়ে এনেছি। কাউকে উন্নয়ন ব্যাহত করতে দেয়া হবে না।
কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এম.জি হাক্কানীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিসুল হক ভূইয়া, কসবা পৌরসভার মেয়র এমরান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন ভূইয়া ও উপজেলা ছাত্রলীগের সভাপতি মনির হোসেন প্রমুখ।
আজিজুল সঞ্চয়/এএম/জেআইএম