মুন্সিগঞ্জে ৭ দোকান আগুনে পুড়ে ছাই

ফয়সাল খান
ফয়সাল খান ফয়সাল খান , ভ্রমণ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক লেখক মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৯:০১ পিএম, ১৭ জানুয়ারি ২০১৯

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার সিদ্ধেশ্বরী বাজারে ভয়াবহ আগুনে সাতটি দোকান-ঘর পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আগুনে পুড়ে অন্তত ১৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান দোকানের মালিকরা। মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসার আগেই চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, আগুনে বাজারের রাসেদুলের কনফেকশনারির দোকান, জিকির আলীর তুলার দোকান, হিরু মাঝির মুদি দোকান, ইউসুফের কনফেকশনারি ও বিকাশের দোকান, শাওনের কাপড়ের দোকান, নুরুল ইসলামের স্টিলের আলমারির দোকান ও সালামত দেওয়ানের চায়ের দোকান পুড়ে ছাই হয়ে যায়।

munsigonj-2

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের সাব-স্টেশন কর্মকর্তা মো. হাবিবুল্লাহ বলেন, বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যায়। এর আগেই আগুন নিয়ন্ত্রণে আনেন স্থানীয়রা।

এদিকে, বিকেল ৫টার দিকে টঙ্গীবাড়ি উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্ত দোকানিদের ১০ হাজার টাকা করে সহযোগিতা করেছেন তিনি।

এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।