গাইবান্ধার নির্বাচন যেন নিরপেক্ষ হয় : ইসি সচিব

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের স্থগিত গাইবান্ধা-৩ আসনের নির্বাচন যাতে কোনোভাবেই বিতর্কিত না হয় সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।
বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আগামী ২৭ জানুয়ারি অনুষ্ঠেয় স্থগিত গাইবান্ধা-৩ আসনের নির্বাচন উপলক্ষে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
ইসি সচিব বলেন, ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হয়েছে। আগামী ২৭ জানুয়ারি স্থগিত আসনটির নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয় সেদিকে সবার নজর রাখতে হবে। কোনোভাবেই নির্বাচনকে বিতর্ক করা যাবে না।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল মতিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- রংপুর বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারী, রংপুর রেঞ্জের পুলিশের ডিআইজি দেবদাষ ভট্টাচার্যসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, নির্বাচন সম্পর্কিত কর্মকর্তা ও বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা।
এএম/এমকেএইচ