গাইবান্ধার নির্বাচন যেন নিরপেক্ষ হয় : ইসি সচিব

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৭:২৬ পিএম, ১৭ জানুয়ারি ২০১৯

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের স্থগিত গাইবান্ধা-৩ আসনের নির্বাচন যাতে কোনোভাবেই বিতর্কিত না হয় সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।

বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আগামী ২৭ জানুয়ারি অনুষ্ঠেয় স্থগিত গাইবান্ধা-৩ আসনের নির্বাচন উপলক্ষে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

ইসি সচিব বলেন, ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হয়েছে। আগামী ২৭ জানুয়ারি স্থগিত আসনটির নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয় সেদিকে সবার নজর রাখতে হবে। কোনোভাবেই নির্বাচনকে বিতর্ক করা যাবে না।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল মতিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- রংপুর বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারী, রংপুর রেঞ্জের পুলিশের ডিআইজি দেবদাষ ভট্টাচার্যসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, নির্বাচন সম্পর্কিত কর্মকর্তা ও বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।