ইজিবাইক-মাহিন্দ্র সংঘর্ষে ব্যবসায়ী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ১২:১৮ পিএম, ১৬ জানুয়ারি ২০১৯

মাদারীপুরের শিবচরে ইজিবাইক-মাহিন্দ্রের সংঘর্ষে শাহাজামাল মাদবর (৩৫) নামে এক স্টিল ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহাজামাল মাদবর উমেদপুর ইউনিয়নের কাবিলপুর গ্রামের মৃত ইসমাইল মাদবরের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, নিহত শাহজামাল মঙ্গলবার রাতে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে রাত ১০টার দিকে চান্দেরচর মৃধার মোড় এলাকায় অপর প্রান্ত থেকে আসা মাহিন্দ্রের সঙ্গে তাকে বহনকারী ইজিবাইকের সংঘর্ষ হয়। এ ঘটনায় শাহজামালসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন। স্থানীরা দ্রুত শাহজামালকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্মরত চিকিৎসক শাহাজামালের শারীরিক অবস্থার অবনতি দেখে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ফরিদপুর মেডিকেল হাসপাতালে নেয়ার পথে রাত সাড়ে ১১টার দিকে শাহাজামালের মৃত হয়।

শিবচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ কে এম নাসিরুল হক/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।