সকালে রাস্তার পাশে মিলল যুবকের গুলিবিদ্ধ মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৮:২৮ এএম, ১৬ জানুয়ারি ২০১৯

সাতক্ষীরার তালা উপজেলায় রাস্তার পাশ থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের (৩৮) গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ৭টার দিকে উপজেলার তেঁতুলিয়া বিশ্বাসপাড়া মোড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় নাজমুল ইসলাম জানান, খুলনা-পাইকগাছা সড়কের তেঁতুলিয়া বিশ্বাসপাড়া মোড় এলাকার রাস্তার পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা। মরদেহের পাশে একটি টিভিএস মোটরসাইকেল রয়েছে। অপরিচিত হওয়ায় মসজিদের মাইক থেকে মাইকিং করা হয়। এরপর পুলিশে সংবাদ দেয় স্থানীয়রা।

তালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জাগো নিউজকে বলেন, মরদেহটির মাথায়, বুকে ও পায়ে গুলি লেগেছে। মরদেহের পাশে একটি মোটরসাইকেল ও কয়েকটি ফেনসিডিল পাওয়া গেছে। ধারণা করছি, সে একজন মাদক ব্যবসায়ী। ভোর রাতের দিকে মাদক ব্যবসায়ীদের মধ্যে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটছে।

তিনি আরও বলেন, মরদেহের পাশে পড়ে থাকা একটি ভোটার আইডি কার্ডের ফটোকপি পেয়েছি। এটি সাতক্ষীরা সদর উপজেলার শিকড়ি এলাকার শামসুল হক সরদারের ছেলে ময়েজউদ্দিন আহম্মেদ টুলুর। পরিচয়টি নিশ্চিত হওয়ার চেষ্টা করছি।

আকরামুল ইসলাম/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।