ডিজিটাল নিরাপত্তা আইনে খাগড়াছড়িতে সাংবাদিক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ০৬:৪৬ পিএম, ১৪ জানুয়ারি ২০১৯

ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. নুরুল আযমকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

পরে বিকেল সোয়া ৪টার দিকে হাকিম সেজুতি জান্নাতের আদালত তাকে জেলহাজতে প্রেরণ করেন।

নুরুল আযম এসএ টিভি ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের খাগড়াছড়ি প্রতিনিধি।

খাগড়াছড়ি সদর থানা পুলিশের ওসি (তদন্ত) মো. বায়েছুল ইসলাম বলেন, সাংবাদিক নুরুল আযমের বিরুদ্ধে খাগড়াছড়ির এক শিক্ষক নেত্রীর নগ্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগ আনা হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ভিকটিম (শিক্ষকনেত্রী) নিজেই বাদী হয়ে খাগড়াছড়ি সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে ওই সাংবাদিকের বিরুদ্ধে মামলা করেন।

মুজিবুর রহমান ভুইয়া/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।