আড়িয়াল খাঁর পানি বৃদ্ধি, ঝুঁকিতে মহাসড়ক
আড়িয়াল খাঁ নদে অস্বাভাবিক হারে পানি বৃদ্ধি পাওয়ায় ঢাকা-খুলনা মহাসড়ক রক্ষা বাঁধের মাদারীপুরের শিবচর অংশের দুইশ মিটার বাঁধ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে দেশের গুরুত্বপূর্ণ মহাসড়কটি চরম ঝুঁকিতে রয়েছে।
দত্তপাড়া গ্রামের বাসিন্দা মো. হিরু মিয়া জানান, গত ৪৮ ঘণ্টায় মাদারীপুরের আড়িয়াল খাঁ নদে অস্বাভাবিক হারে পানি বৃদ্ধি পেয়েছে। পানির তোড়ে ঢাকা-খুলনা মহাসড়ক রক্ষা বাঁধের মাদারীপুরের শিবচরের দত্তপাড়া অংশের ২শ মিটার বাঁধ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙনের তীব্রতা অনেক বেশি হওয়ায় এলাকা জুড়ে আতঙ্ক দেখা দিয়েছে।
মাদারীপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো. হাসান কবির জানান, আড়িয়াল খাঁর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছি। এ ব্যাপারে উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে।
মাদারীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান মিয়া জাগো নিউজকে বলেন, আমার অফিসের উপ-সহকারী প্রকৌশলী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন। পানি বেড়ে যাওয়ায় আড়িয়াল খাঁ নদীর ভাঙন দেখা দিয়েছে। বর্তমানে ওই এলাকায় কোনো প্রকল্প নেই। তবে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অতি তাড়াতাড়ি একটি প্রকল্প নিয়ে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।
একেএম নাসিরুল হক/এসএস/এএ