পাহাড়ে সন্ত্রাস বন্ধে জিরো টলারেন্স : বীর বাহাদুর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ০৮:৩১ পিএম, ১৩ জানুয়ারি ২০১৯

পাহাড়ে সন্ত্রাস চাঁদাবাজি বন্ধে জিরো টলারেন্স দেখানো হবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

রোববার বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা ও মাসিক উন্নয়ন সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বীর বাহাদুর বলেন, বান্দরবান জেলাকে পর্যটনের একটি রোল মডেল জেলা হিসেবে গড়ে তোলা হবে। সে লক্ষ্যে পার্বত্য মন্ত্রণালয় কাজ করছে। পাহাড়ে উন্নয়ন ও সম্প্রীতির জন্য স্থায়ী শান্তি স্থাপন করা জরুরি। সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের জন্য নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে। পাহাড়ে যেসব সমস্যা রয়েছে সেগুলো সবার সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।

জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী ও পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষ্মীপদ দাশ।

এ সময় জেলার সাত উপজেলার নির্বাহী কর্মকর্তারা, পৌর মেয়র, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সৈকত দাশ/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।