হাতিয়ায় মাহেন্দ্র-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৭:৩৬ পিএম, ১৩ জানুয়ারি ২০১৯
ফাইল ছবি

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়াতে যাত্রীবাহী মাহেন্দ্র ও মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন। নিহতরা হলেন- মোটরসাইকেল চালক আকিফুল ইসলাম রাতুল (২৫) ও মাহেন্দ্রের যাত্রী আবু ইউসুফ (৬০)।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ওছখালি-তমরদ্দি সড়কের স্টেডিয়াম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুইজনের গ্রামের বাড়ি হাতিয়া উপজেলার তমরুদ্দিন ইউনিয়নে।

হাতিয়া থানা পুলিশের ওসি কামরুজ্জামান সিকদার বলেন, দুপুরে একটি যাত্রীবাহী মাহেন্দ্র ওছখালি বাজারের দিকে যাচ্ছিল। গাড়িটি ওছখালি-তমরদ্দি সড়কের স্টেডিয়াম এলাকায় পৌঁঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রাতুল নিহত হন। এ সময় মাহেন্দ্র উল্টে পাশের একটি খাদে পড়ে গেলে অন্তত ১২ যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে আবু ইউসুফ মারা যান।

মিজানুর রহমান/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।