টেকনাফে দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ১১:০২ এএম, ১২ জানুয়ারি ২০১৯

কক্সবাজারের টেকনাফের নাফ নদের রঙ্গিখালী পয়েন্ট থেকে দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তাদের কোমরে বাঁধা অবস্থায় ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

শনিবার সকালে নাফ নদের স্লুইস গেইটের পাশ থেকে দুটি মরদেহ ও ইয়াবাগুলো উদ্ধার করে।

টেকনাফ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম বলেন, নিহতদের একজনের শরীর থেকে ২৫ হাজার এবং অপরজনের শরীর থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। দুইজনের বয়স ২০ ও ২৫ বছর হবে। ধারণা করা হচ্ছে- নিহতরা রোহিঙ্গা যুবক ও ইয়াবা ব্যবাসায়ী। তাদের শরীরে গুলির চিহ্ন রয়েছে বলেও জানান তিনি।

টেকনাফ থানা পুলিশের ওসি (তদন্ত) এবিএস দোহা বলেন, খুব শিগগিরই মরদেহ দুটির পরিচয় শনাক্ত করা যাবে বলে আশা করছি। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সায়ীদ আলমগীর/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।