বড় ভাইকে ট্রাক্টর চালানো শেখাতে গিয়ে ছোট ভাইয়ের মৃত্যু

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৪:৩৬ এএম, ১১ জানুয়ারি ২০১৯

যশোরে বড় ভাইকে ট্রাক্টর চালানো শেখাতে গিয়ে ট্রাক্টর উল্টে ছোট ভাই আব্দুল মালেকের (৩০) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের রাড়ীপুকুর গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আব্দুল মালেক (৩০) ওই গ্রামের সিরাজুল হকের ছেলে ও ট্রাক্টর চালক।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে আব্দুল মালেক তার বড় ভাই আব্দুল হামেদকে ট্রাক্টর চালানো শেখাচ্ছিলেন। একপর্যায়ে রাড়ীপুকুর বিলপাড়ায় মোড় ঘোরানোর সময় রাস্তার পাশে খাদে পড়ে যায়।

এ সময় বড় ভাইকে নামিয়ে ট্রাক্টরটি উপরে তুলতে গেলে ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান মালেক। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাড়িতেও চলছে শোকের মাতম। বড় ভাই হামেদ হতবিহ্বল হয়ে পড়েছেন।

কায়বা ইউপি চেয়ারম্যান হাসান ফিরোজ আহমেদ টিংকু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি বেদনাদায়ক। গ্রামটিতে শোকের ছায়া নেমে এসেছে।

মো. জামাল হোসেন/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।