ফেসবুকে প্রধানমন্ত্রী ও জয়কে নিয়ে কটূক্তি করায় যুবক আটক
ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়কে নিয়ে কটূক্তি করায় তানভীর হাসান মোহন (২৩) নামে এক যুবককে আটক করেছে র্যাব। বুধবার রাত পৌনে ১১টার দিকে র্যাব- ৮ এর সদস্যরা মাদারীপুরের শিবচর উপজেলার নলগোড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক তানভীর হাসান রাজশাহীর বাঘা উপজেলার তুলসীপুর গ্রামের মো. আব্দুল মান্নানের ছেলে
বৃহস্পতিবার সকালে বরিশাল র্যাব-৮ এর সিপিসি-৩ এর স্কোয়াড কমান্ডার দেবাশীষ কর্মকার জানান, তানভীর হাসান নিজ নামের ফেসবুক আইডির মাধ্যমে দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে কটূক্তি এবং ব্যাঙ্গাত্বক ছবি প্রকাশ করছিল। র্যাব সদস্যরা তথ্য-প্রযুক্তির সাহায্য নিয়ে তানভীর হাসানের পরিচয় ও অবস্থান নিশ্চিত হয়ে বুধবার রাত পৌনে ১১টার দিকে মাদারীপুরে শিবচর উপজেলার নলগোড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। তানভীর তার অপরাধের কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে শিবচর থানায় মামলা দায়ের করা হয়েছে।
সাইফ আমীন/আরএআর/এমকেএইচ