প্রশ্ন ফাঁস কঠোর হস্তে দমন করা হবে : দীপু মনি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৪:১২ পিএম, ১০ জানুয়ারি ২০১৯

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, প্রশ্নপত্র ফাঁস কঠোর হস্তে দমন করা হবে। তবে এ ক্ষেত্রে শিক্ষক-শিক্ষার্থী অভিভাবকসহ সকলের সহযোগিতা প্রয়োজন। কারণ ফাঁস করা প্রশ্নের চাহিদা থাকেলেই অসাধু চক্র নানা উপায় অবলম্বন করে প্রশ্ন ফাঁসের অপচেষ্টা করবে। শিক্ষা মন্ত্রণালয়ের প্রচেষ্টা থাকবে কোনোভাবেই যেন প্রশ্ন ফাঁস না হয়।

বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এরপর মন্ত্রী চাঁদপুর মেডিকেল কলেজে শিক্ষার্থীদের এমবিবিএস কোর্সের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, গেল ১০ বছরে শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে, রয়েছে ব্যাপক সাফল্য। আগামীতে সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে এবং নতুন নতুন চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে যেতে হবে ।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা প্রশাসক মাজেদুর রহমান খান, পুলিশ সুপার জিহাদুল কবির, জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নাঈম দুলাল পাটোয়ারী, চাঁদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. জামাল সালাউদ্দিন প্রমুখ।

ইকরাম চৌধুরী/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।