বিলবোর্ডে বঙ্গবন্ধুকে খাটো করা হচ্ছে


প্রকাশিত: ১২:২৩ পিএম, ২৩ আগস্ট ২০১৫

বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেন বলেছেন, বঙ্গবন্ধুর ছবি ছোট আকারে ব্যবহার করে কিছু মানুষ নিজের ছবি বড় করে বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন বানিয়ে নিজেকে জাহির করে। এই ধরনের বিতর্কিত লোক বঙ্গবন্ধুর ছবি ব্যবহার করতে পারেনা। যেনতেনভাবে বঙ্গবন্ধুর ছবি ব্যবহার করে বিলবোর্ডে বঙ্গবন্ধুকে খাটো করা হচ্ছে। জাতির জনককে অবমাননা করছে। বঙ্গবন্ধুর মর্যদা রক্ষার আইন করে এসব বন্ধ করা দরকার বলে মন্তব্য করেন তিনি।

আগামী ২৬ আগস্ট বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন-২০১৫ উপলক্ষ্যে রোববার দুপুরে বরিশাল জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে `আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতা শীর্ষক` আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

বঙ্গবন্ধু সরকারের আইন ও পররাষ্ট্রমন্ত্রী ড. কামাল হোসেন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু যে গুরু দায়িত্ব-দলিল রেখে গেছেন, যেকোন মূল্যে সেগুলো সমুন্নত রাখতে হবে। এগুলো হলো, এ দেশের সকল নাগরিক আইনের শাসনের আশ্রয়ে থাকবে। এখানে বিচার বিভাগের স্বাধীনতা থাকবে। বিচার বিভাগ পৃথক করার কথা রয়েছে। এর উপর সর্বোচ্চ আদালতের রায়ও আছে। এই রায়ের উপর ভিত্তি করে আইন হয়েছে, নীতিমালাও রয়েছে। কিন্তু আজ পর্যন্ত সেগুলো পুরোপুরি কার্যকর হয়নি।

যে যে দল-মতের অনুসারীই হোন না কেন দেশের ১৬ কোটি মানুষের এবং বিশেষ করে ৫০ হাজার আইনজীবীর গুরুদায়িত্ব সংবিধানের ৩১ অনুচ্ছেদ সমুন্নত রাখা। দেশের স্বার্থে-জনগণের স্বার্থে সংবিধানের এই বিষয়গুলো অনতি বিলম্বে কার্যকর করা উচিত বলে মন্তব্য করেন তিনি।

ড. কামাল হোসেন আরো বলেন, দেশে হত্যা-গুমের বিরুদ্ধে একটা ঐক্যমত সৃষ্টি হয়েছে। সরকারি দলের এমপি, এমনকি সরকারি দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও হত্যা-গুম বন্ধ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন।

আইনজীবী ঐক্য ফ্রন্টের ব্যানারে প্রবীণ আইনজীবী অ্যাড. হাবিবুর রহমান মজুমদারের সভাপতিত্বে এবং অ্যাড. হিরন কুমার দাস মিঠুর সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন অ্যাড. সুব্রত চৌধুরী, মো. হেলাল উদ্দিন এবং একেএম জগলুল হায়দার আফরিক প্রমুখ।

সাইফ আমীন/এআরএ/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।