জাতীয় স্মৃতিসৌধে নতুন মন্ত্রিসভার শ্রদ্ধা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সাভার (ঢাকা)
প্রকাশিত: ০১:২০ পিএম, ০৮ জানুয়ারি ২০১৯

নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের নিয়ে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার বেলা ১১টার দিকে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করেন।

প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান শেখ হাসিনা। এ সময় তিনি কিছু সময় নীরবতা পালন করেন। তিন বাহিনীর প্রধান ও সদস্যরা এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গার্ড অব অনার প্রদান করেন। এরপরই মন্ত্রিপরিষদ সদস্যদের নিয়ে আরও এক দফা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।

শ্রদ্ধা জানানো শেষে স্মৃতিসৌধের পরিদর্শন বহিতে চার বারের প্রধানমন্ত্রী হিসেবে অনুভূতি লিপিবদ্ধ করেন প্রধানমন্ত্রী। এরপর তিনি তিন বাহিনীর প্রধানদের সঙ্গে কিছুক্ষণ কথা বলেন।

বেলা ১১টা ২০ মিনিটের দিকে স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করার পর মন্ত্রিপরিষদ সদস্যরাও একে একে স্মৃতিসৌধ এলাকা ছেড়ে যান।

আল-মামুন/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।