গাইবান্ধায় আড়াই কোটি টাকা প্রণোদনা পাচ্ছেন ১৮ হাজার কৃষক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০২:৩২ এএম, ০৮ জানুয়ারি ২০১৯

চলতি রবি ও গ্রীষ্মকালীন মৌসুমে গাইবান্ধা জেলার ১৮ হাজার ২৩০ জন কৃষকের জন্য বরাদ্দ হচ্ছে দুই কোটি ৪০ লাখ ৯৬ হাজার ৭৫২ টাকা। এই টাকা প্রদান করবে কৃষি মন্ত্রণালয়ের অধীনে কৃষি সম্প্রসারণ অধিদফতর।

গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক আ. কা. মো. রুহুল আমিন জানান, জেলার ১৮ হাজার ২৩০ জন কৃষকের জন্য বরাদ্দ হচ্ছে দুই কোটি ৪০ লাখ ৯৬ হাজার ৭৫২ টাকা। এর মধ্যে পাঁচ হাজার কৃষক গমচাষের জন্য ৯৮ লাখ ২৫ হাজার টাকার, সাত হাজার দুইশ কৃষককে ভুট্টা চাষের জন্য ৯৩ লাখ ৭৪ হাজার ৪০০ টাকার, সরিষা চাষের জন্য পাঁচ হাজার কৃষককে ৩৯ লাখ ৩২ হাজার ৫০০ টাকার, গ্রীষ্মকালীন মুগ চাষের জন্য এক হাজার কৃষককে ৯ লাখ ৩৫ হাজার টাকার এবং বিটি বেগুন চাষের জন্য ৩০ জন কৃষককে ২৯ হাজার ৮৫২ টাকার কৃষি সহায়তা দেয়া হচ্ছে।

গম, ভুট্টা, সরিষা, চিনা বাদাম, গ্রীষ্মকালীন তিল, গ্রীষ্মকালীন মুগ, বিটি বেগুন এবং বোরো ধান চাষের জন্য নির্বাচিত প্রান্তিক এবং ক্ষুদ্র কৃষকরা বীজ এবং কৃষি উপকরণ সহায়তা হিসেবে এই প্রণোদনা পাচ্ছেন।

জাহিদ খন্দকার/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।