পাথরের গর্তে পড়ে দুই শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০৮:৫৩ পিএম, ০৭ জানুয়ারি ২০১৯

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলায় অবৈধভাবে পাথর উত্তোলনকালে গর্ত ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। সোমবার বিকেল ৩ টার দিকে চিকাডহর গ্রামের আব্দুর রহিমের গর্তে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে সন্ধ্যায় কোম্পানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধারে অভিযান শুরু করেছে।

স্থানীয় সূত্র জানায়, ঝুঁকিপূর্ণভাবে আবদুর রহিমের পাথরের গর্ত থেকে পাথর উত্তোলন করছিলেন শ্রমিকরা। হঠাৎ গর্ত ধসে দুই শ্রমিক পাথরের নিচে চাপা পড়ে মারা যান।

নিহতরা হলেন, সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার আনোয়ার হোসেনের ছেলে সোনা মিয়া (২৫) ও ওয়াজিদ আলির ছেলে নুরুল হক (৩০)।

কোম্পানীগঞ্জ থানা পুলিশের ওসি (তদন্ত) জসিম উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় গর্ত থেকে লাশ উদ্ধারের চেষ্টা চলছে। ঘটনার পর থেকে গর্ত মালিক ও শ্রমিকরা পালিয়ে গেছে।

ছামির মাহমুদ/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।