নির্বাচনে হেরে ধানের শীষের প্রার্থী ফিরলেন জাপায়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৬:২৫ পিএম, ০৭ জানুয়ারি ২০১৯

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-২ (সদর) আসনে বিএনপির প্রার্থী আব্দুর রশীদ সরকার আবার জাতীয় পার্টিতে (জাপা) ফেরার ঘোষণা দিয়েছেন। সোমবার বিকেলে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে আব্দুর রশীদ সরকার বলেন, আমি এখনও জেলা জাতীয় পার্টির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য আছি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-২ (সদর) আসনে জাতীয় পার্টির মনোনয়ন না পেয়ে হতাশা ও অভিমানে ভুগছিলাম। কিন্তু বিএনপি আমাকে মনোনয়ন দিয়ে ধানের শীষ মার্কায় নির্বাচনের মাঠে দাঁড় করিয়ে দেয়। এতে বিএনপির মনোনয়ন বঞ্চিতরা আমার প্রতি ক্ষুব্ধ হয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়। তারা একপর্যায়ে নিজেদের দলীয় অফিসে আগুন দিয়ে অন্য একটি রাজনৈতিক দলের ওপর দায় চাপানোর চেষ্টা করে। এমনকি আমি নির্বাচনে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের কোনো সহযোগিতা পাইনি। বিএনপির কোনো নেতাকর্মী ধানের শীষের নির্বাচনী প্রচার-প্রচারণায়ও অংশ নেয়নি।

তিনি দাবি করেন, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও মহাসচিব মশিউর রহমান রাঙ্গা তাকে স্বপদে বহাল থেকে পার্টির কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছেন।

আব্দুর রশীদ সরকার বলেন, স্থানীয় বিএনপির নিজেদের মধ্যে দলাদলি, পরশ্রীকাতরতা, প্রতিহিংসাসহ নানা কারণে দলটি তাদের ইমেজ হারিয়ে ফেলেছে। নির্বাচনে আমি যে ৬৮ হাজার ৬৭০ ভোট পেয়েছি তা নিজের ব্যক্তিগত ইমেজ ও জনগণের ভালোবাসার বহিঃপ্রকাশ। এসব কারণে বিএনপির সঙ্গে আমার আর কোনো সংশ্লিষ্টতা নেই।

তিনি বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান ও মহাসচিবের নির্দেশে আগের মতোই তিনি জেলায় জাতীয় পার্টির কার্যক্রম চালাবেন।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে জেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক আবু বক্কর সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ফুল, সদস্য নূর মোহাম্মদ ঠাণ্ডা, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান মুকুল, জেলা কৃষক পার্টির সভাপতি এস এম বাবলু প্রমুখ উপস্থিত ছিলেন।

জাহিদ খন্দকার/আরএআর/এমকেএইচ/এসজি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।