রাজশাহীতে অগ্নিদগ্ধ হয়ে নারীর মৃত্যু
রাজশাহীতে অগ্নিদগ্ধ হয়ে মনোয়ারা বেগম (৫০) নামে এক নারী মারা গেছেন।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার দিবাগত রাতে তিনি মারা যান।
মনোয়ারা বেগম জেলার তানোর উপজেলার শঙ্করপুর এলাকার বাসিন্দা।
নিহত মনোয়ারা বেগমের মা স্বপ্না বেগম জানান, ৩০ ডিসেম্বর সকালে তার মা রান্না করছিলেন। অসাবধানতায় তার শাড়ির আঁচলে আগুন আগুন লেগে যায়। পরে তা পুরো শরীরে ছড়ালে মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয় মনোয়ারা। ওই দিনই তাকে সঙ্কটাপন্ন অবস্থায় রামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।
নগরীর রাজপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান এই তথ্য নিশ্চিত করে জানান, এ ঘটনায় সোমবার অপমৃত্যু মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিয়ে গেছেন স্বজনরা।
ফেরদৌস সিদ্দিকী/আরএআর/এমকেএইচ