রেললাইনের পাশে প্রস্রাব করতে গিয়ে প্রাণ গেল রফিকের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০২:০৬ পিএম, ০৬ জানুয়ারি ২০১৯

ঢাক-চট্টগ্রাম রেললাইনের পৃথক দুটি স্থানে দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। এর মধ্যে একজন ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। রোববার সকালে মিরসরাইয়ের বারৈয়াহাট ও এক কিলোমিটার এলাকায় এ দুর্ঘটনা দুটি ঘটে।

নিহতদের একজনের নাম জানা গেছে। তিনি নোয়াখালী জেলার মাইজদি এলাকার বাসিন্দা মো. রফিক (৪৫)। তিনি ইটভাটায় কাজ করতেন বলে জানা গেছে।

চট্টগ্রাম রেলওয়ে থানার সীতাকুণ্ড ফাঁড়ির এসআই শহীদুল ইসলাম জাগো নিউজকে বলেন, ‘রেললাইনের পাশে প্রস্রাব করার সময় চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ইটভাটার শ্রমিক রফিক নিহত হন। এ ছাড়া মিরসরাইয়ে একজন নিহতের খবর আমরা পেয়েছি। তবে কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে তা জানতে পারিনি।’

এসআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।