বোয়ালখালীতে চুলার আগুনে পুড়ল ৭ ঘর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৬:২০ পিএম, ০৫ জানুয়ারি ২০১৯

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার খরণদ্বীপ ইউনিয়নে চুলার আগুনে সাতটি কাঁচা বসতঘর পুড়ে গেছে। আগুনে অন্তত পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।

শনিবার (৫ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার শ্রীপুর লাভলু মেম্বারের বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স আগ্রাবাদ কন্ট্রোল রুম সূত্র জানায়, ‘দুপুর সাড়ে ১২টার দিকে দুর্ঘটনাবসত রান্নার চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এতে পৃথক সাতজন মালিকের সাতটি কাঁচা বসতঘর পুড়ে গেছে। খবর পেয়ে বোয়ালখালী ফায়ার স্টেশনের একটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে অন্তত পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’

jagonews

এদিকে স্থানীয় বাসিন্দা হোসেন আলী জাগো নিউজকে বলেন, ‘আগুনে ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবারের বাড়িঘর ও আসবাবপত্রের পাশাপাশি কয়েকজন প্রবাসীর নগদ অর্থ ও ভিসা-পাসপোর্ট পুড়ে গেছে।’

আবু আজাদ/বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।