মা-মেয়েকে পুড়িয়ে হত্যার ঘটনায় আসামি কালাম গ্রেফতার


প্রকাশিত: ০৯:৫৪ এএম, ১৩ অক্টোবর ২০১৪

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় তিন মেয়েসহ মাকে পুড়িয়ে হত্যার ঘটনায় এজাহারভুক্ত আসামি আসামি আবুল কালামকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার গভীর রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) শ্যামল কুমার দত্ত জানান, মামলার প্রধান আসামি জাহাঙ্গীর আলমের চাচা আবুল কালাম তাঁর ভায়রার বাসায় লুকিয়ে ছিলেন। তিনি মির্জাপুর থানার পুলিশের হেফাজতে রয়েছেন।

এ ঘটনায় এ নিয়ে ১০ জনকে গ্রেফতার করা হলো। কিন্তু মামলার প্রধান আসামি জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা যায়নি। গত ১১ অক্টোবর মামলার প্রধান আসামি জাহাঙ্গীরকে ধরিয়ে দিতে এক লাখ টাকার পুরস্কার ঘোষণা করা হয়।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর উপজেলার সোহাগপুর উপজেলার দক্ষিণপাড়া গ্রামের প্রবাসী মজিবর রহমানের ঘরের দরজা বাইরে থেকে লাগিয়ে দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন দেওয়া হয়। এতে তাঁর স্ত্রী হাসনা বেগম (৩৫), তিন মেয়ে নবম শ্রেণির শিক্ষার্থী মনিরা আক্তার (১৪), বাকপ্রতিবন্ধী মীম আক্তার (১১) ও নার্সারির ছাত্রী মলি আক্তার (৭) আগুনে পুড়ে মারা যায়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।