ডাকাতিতে বাধা দেয়ায় সাবেক সেনা খুন


প্রকাশিত: ০৭:২৬ এএম, ২৩ আগস্ট ২০১৫

টাঙ্গাইলের কালিহাতীতে ডাকাতির সময় বাধা দেয়ায় ডাকাতের হাতে খুন হয়েছেন রমজান আলী (৫৫) নামের সাবেক এক সেনা সদস্য। রোববার ভোর রাতে উপজেলার ইছাপুর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রামবাসী সূত্রে জানা যায়, মরহুম রমজান আলী ওই গ্রামের জুলহাজ উদ্দিনের ছেলে। বাড়িতে রমজান ও তার এক পুত্রবধূ বসবাস করতেন। রোববার ভোরের দিকে ১০/১৫ জনের একটি ডাকাত দল জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে এবং পুত্রবধূর হাত-পা বেঁধে মালামাল লুট করতে থাকে।

বিষয়টি ঠিক পেয়ে রমজান পাশের ঘর থেকে বেড়িয়ে এসে ডাকাতদের বাধা দেয়ার চেষ্টা করেন। বাধা দেয়ার কারণে উত্তেজিত ডাকাতরা তাকে বালিশে চাপা দিয়ে শ্বাসরোধ ও ছুরিকাঘাতে হত্যা করে। পরে একটি মোটরসাইকেল, স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায় ওই ডাকাত দল।

এ ব্যাপারে কালিহাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, রমজানের মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।