রামেকে যুক্ত হচ্ছে নতুন পাঁচ বিভাগ
রাজশাহী মেডিকেল কলেজে (রামেক) পাঁচটি নতুন বিভাগ যুক্ত হচ্ছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের মঞ্জুরী পাওয়ার পর বিভাগগুলো চালুর প্রক্রিয়া শুরু করেছে কর্তৃপক্ষ।
চালু হতে যাওয়া পাঁচটি বিভাগ হলো- ক্যাজুয়ালটি, অ্যান্ডোক্রাইন সার্জারি, হেপাটোবিলিয়ারি সার্জারি, কলোরেক্টাল সার্জারি ও সার্জিক্যাল অনকোলজি।
এসব বিভাগে একজন করে সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক নিয়োগ করা হবে। তবে নিয়োগকৃতদের অবশ্যই বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারভুক্ত হতে হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঞ্জুরীপত্র অনুযায়ী দেশের ১৪টি বিদ্যমান ও নতুন মেডিকেল কলেজে বিভিন্ন ক্যাটাগরিতে ১৩১টি পদে নিয়োগ দেয়া হবে। এর মধ্যে রাজশাহী মেডিকেল কলেজের নতুন পাঁচটি বিভাগে ১০টি পদ রয়েছে।
প্রতিটি বিভাগের সহযোগী অধ্যাপকের বেতন হবে গ্রেড-৪ স্কেলে ৫০ হাজার থেকে ৭১ হাজার ২০০ টাকা। আর সহকারী অধ্যাপকের বেতন হবে গ্রেড-৬ স্কেলে ৩৫ হাজার ৫০০ থেকে ৬৭ হাজার ১০ টাকা।
রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক নওসাদ আলী জানান, পাঁচটি বিভাগ সংযুক্ত হলে রামেকে শিক্ষা বিস্তারে নতুন দিক উন্মোচিত হবে। আমরা পাঁচটি বিভাগের অনুমোদন পেয়েছি। দ্রুত এগুলোর বাস্তবায়ন করা হবে। এজন্য অচিরেই জনবলও পাওয়া যাবে।
ফেরদৌস সিদ্দিকী/এএম/আরআইপি