নতুন বই হাতে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা
হাতে নতুন বই। চোখে আনন্দের ঝিলিক। মুখে উচ্ছ্বাস। কারো চোখ চকচকে মলাটে আবার কেউ নাড়াচাড়াতেই ব্যস্ত। নতুন বই হাতে পেয়ে বাঁধভাঙা উল্লাস। বছরের প্রথম দিনে নতুন বইয়ের ঘ্রাণে মাতোয়ারা শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১ জানুয়ারি) চট্টগ্রামের ডা. খাস্তগীর সরকারি উচ্চ বিদ্যালয়ে বেলা ১১টায় অনুষ্ঠিত হয় পাঠ্যপুস্তক উৎসব ২০১৯। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন।
তিনি কয়েকজন শিক্ষার্থীর হাতে বই তুলে দিয়ে পাঠ্যপুস্তক উৎসবের উদ্বোধন করেন। এ সময় নতুন বই পেয়ে উল্লাসে মেতে উঠে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সঙ্গে সে উৎসবে যোগ দেন শিক্ষক ও অভিভাবকরা।
এদিকে বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমরা আগামীর বাংলাদেশ। তোমাদের হাতে ধরেই বাস্তবায়ন হবে আমাদের স্বপ্নের সোনার বাংলা।’
এবার চট্টগ্রাম নগর ও জেলার সরকারি-বেসরকারি চার হাজার ৭৩০টি প্রাথমিক ও কিন্ডারগার্টেন স্কুলের প্রায় ১০ লাখ শিক্ষার্থীর হাতে ৪৮ লাখ নতুন বই বিতরণ করা হচ্ছে। এ ছাড়া চট্টগ্রামের ২০টি থানা ও উপজেলার দুই হাজার ৬৬টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় পৌনে ১২ লাখ শিক্ষার্থীর হাতে মাধ্যমিকের এক কোটি ৫২ লাখ ৪৮ হাজার ৮৮১টি নতুন বই বিতরণ করা হচ্ছে।
আবু আজাদ/এএইচ/এমকেএইচ