শপথ নেব না, সংসদেও যাব না : হারুন
চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে বিজয়ী বিএনপির প্রার্থী দলের যুগ্ম-মহাসচিব হারুনুর রশিদ বলেছেন, এই নির্বাচন পুরোপুরি একটি প্রহসনের নির্বাচন। বিএনপি তথা ঐক্যফ্রণ্টের সিদ্ধান্ত অনুয়ায়ী আমরা শপথ নেব না, সংসদেও যাব না। নিজে নির্বাচিত হলেও দলের ও জোটের সিদ্ধান্তের বাইরে আমার কোনো মতামত নেই।
মঙ্গলবার দুপুরে ভোট পরবর্তী নিজের প্রতিক্রিয়ায় এসব কথা বলেন বিএনপির ধানের শীষ প্রতীকে বিজয়ী হারুনুর রশিদ।
তিনি বলেন, এটা আবারো প্রমাণিত হলো এ সরকারের অধীনে কোনো গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে পরিকল্পিতভাবে এবারের নির্বাচনে আমাদের হারানো হয়েছে।
হারুনুর রশিদ বলেন, এ নির্বাচনের ফলাফল মানুষ কোনোভাবেই মেনে নেবে না। এই নির্বাচনের ফলাফল বাতিল করে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পুনর্নির্বাচনের দাবি জানাই আমি।
তিনি আরও বলেন, পূর্ব-পরিকল্পনা অনুযায়ী দেশব্যাপী ভোট ডাকাতি হয়েছে। তালিকা করে বিএনপি নেতাকর্মীদের গণহারে গ্রেফতার করা হয়েছে। ভোট, কেন্দ্র দখল করে ভোট ডাকাতি করা হয়েছে। ভোট পরবর্তী গত দুইদিনে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় বিএনপি নেতাকর্মীদের বাড়িঘরে হামলা লুটপাট ও আগুন দেয়া হচ্ছে। এ অরাজকতার মধ্যে বিএনপি নেতাকর্মীরা শান্তিপূর্ণ আচরণ করছেন। সচেতন দেশবাসীকে এই স্বৈরাচারী সরকারকে প্রত্যাখ্যানের আহ্বান জানাই আমি।
এএম/এমকেএইচ