বাসায় গিয়ে মুক্তাদিরের দেখা পেলেন না ড. মোমেন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০৭:১৪ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে আওয়ামী লীগের বিজয়ী প্রার্থী ড. এ কে আব্দুল মোমেন তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী খন্দকার মুক্তাদিরের সঙ্গে সাক্ষাৎ করতে তার বাসায় গিয়েছিলেন। তবে বাসায় না থাকায় মুক্তাদিরের দেখা পাননি তিনি। সোমবার সকাল ১০টার দিকে মুক্তাদিরের বাসায় যান তিনি।

এ সময় ড. মোমেন বাসায় বসেই তার সঙ্গে মুঠোফোনে কথা বলেন। সিলেটের উন্নয়নে মুক্তাদিরের সহযোগিতা চান তিনি। মুক্তাদিরকে বাসায় না পেলেও তার পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন ড. মোমেন। মুক্তাদিরের পরিবারের সদস্য খন্দকার আব্দুল মাজিদ, আব্দুল হাফিজ, আব্দুল হামিদসহ অন্যরা তাকে স্বাগত জানান।

ফেরার পথে ড. মোমেন সাংবাদিকদের জানান, বিএনপির প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদিরকে সঙ্গে নিয়ে তিনি সিলেটের উন্নয়নে কাজ করবেন।

উল্লেখ্য, সিলেট-১ আসনে দ্বিগুণের চেয়ে বেশি ভোটের ব্যবধানে জয় লাভ করেন আওয়ামী লীগের প্রার্থী ড. একে আব্দুল মোমেন। ১ লাখ ৭৪ হাজার ৮ ৪৫ ভোটের ব্যবধানে জয় লাভ করেন তিনি।

ড. এ কে আব্দুল মোমেন নৌকা প্রতীকে পেয়েছেন ২ লাখ ৯৮ হাজার ৬৯৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির পেয়েছেন ১ লাখ ২৩ হাজার ৮৫১ ভোট।

ছামির মাহমুদ/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।