২ লক্ষাধিক ভোটের ব্যবধানে নির্বাচিত শেখ আফিল উদ্দিন

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৮:৫৯ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ (শার্শা) আসনে হ্যাটট্রিক করলেন আওয়ামী লীগের প্রার্থী শেখ আফিল উদ্দিন। তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। এবারের নির্বাচনে তিনি ২ লাখ ৯ হাজার ৩৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির মফিকুল হাসান তৃপ্তি পেয়েছেন মাত্র ৪ হাজার ৮০২ ভোট। নির্বাচনে জয়লাভের পরপরই শার্শা ও বেনাপোলের বিভিন্ন স্থানে বিজয় মিছিল বের করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আফিল উদ্দিন নির্বাচনে বিজয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, এ বিজয় গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনার বিজয়। এ বিজয় জননেত্রী শেখ হাসিনার প্রতি আস্থা আর আকাঙ্ক্ষার প্রতিফলন।

এ আসনের ভোটারদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা জানিয়ে তিনি বলেন, এ বিজয় আমার নয়, শার্শাবাসীর বিজয়। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমার প্রতি শার্শাবাসী যে ভালোবাসা দিয়েছে আমি তার প্রতিদান দিব।

জামাল হোসেন/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।