রংপুর-৬ আসনে শিরীন শারমিন চৌধুরী নির্বাচিত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রংপুর
প্রকাশিত: ০৮:১৮ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৮

রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে আওয়ামী লীগ প্রার্থী জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ১০৭টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী তিনি পেয়েছেন ২ লাখ ৩৪ হাজার ৪২৬। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সাইফুল ইসলাম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ৫৩।

এর আগে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে চলে। এরপর শুরু হয় ভোট গণনা। ভোট গণনা শেষে সহকারী রিটার্নিং অফিসার এ ফলাফল ঘোষণা করেন। এ আসনে মোট প্রার্থী ৬ জন। মোট ভোটার ২ লাখ ৯২ হাজার ৯৯৭।

এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।