১৬০ ভোট পেলেন কনকচাঁপা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৮:১২ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৮

সিরাজগঞ্জ-১ (কাজীপুর-আংশিক সদর) আসনে বিপুল ভোটে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ নাসিম। এ আসনে ভরাডুবি হচ্ছে ধানের শীষ প্রতীকের প্রার্থী কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপার।

রোববার সন্ধ্যায় কাজীপুর উপজেলা সম্মেলন কক্ষে স্থাপিত ফলাফল সংগ্রহ ও পরিবেশ কেন্দ্র থেকে এ তথ্য জানা গেছে।

কাজীপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল হক সিদ্দীকা এ তথ্য নিশ্চিত করে জানান, সিরাজগঞ্জ-১ আসনের ১১২টি কেন্দ্রের মধ্যে ৬০টি কেন্দ্রে বেসরকারি ফলাফল পৌঁছেছে। মোহাম্মদ নাসিম নৌকা প্রতীকে ১ লাখ ৪ হাজার ৬ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্টের প্রার্থী জাতীয় পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী রোমানা মোর্শেদ কনকচাঁপা ধানের শীষ প্রতীকে পেয়েছেন মাত্র ১৬০ ভোট।

তবে কেন্দ্রে ভোট প্রদানে বাধা প্রদান, এজেন্টদের প্রবেশ করতে না দেয়া এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ এনে রোববার দুপুর সাড়ে ১২টার দিকে কনকচাঁপা ভোট বর্জন করেন।

ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।