জামালপুর-৫ আসনে পুনঃনির্বাচনের দাবি বিএনপি প্রার্থীর
কেন্দ্র দখল ও জোরপূর্বক সীল মারার অভিযোগ এনে নির্বাচন বাতিল ও পুনরায় ভোটগ্রহণের দাবি জানিয়েছেন জামালপুর-৫ আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন। রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিতভাবে এ অভিযোগ জানিয়েছেন তিনি।
রোববার সকালে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অবস্থান নেন অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন। রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগে তিনি জানান, গতকাল রাতে প্রশাসনের সহযোগিতায় জামালপুর সদরের ৩৫টি কেন্দ্র দখলে নেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। বিএনপির কর্মী-সমর্থক ও পোলিং এজেন্টদের বাড়ি বাড়ি গিয়ে হুমকিও দেয় তারা।
ওয়ারেছ আলী মামুন সাংবাদিকদের জানান, গতরাত থেকে রিটার্নিং কর্মকর্তার সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি আমার ফোন ধরেননি। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে তার দেখা না পেয়ে তার ভবনের বরান্দায় অবস্থান নেন তিনি। পরে তাকে সেখান থেকে উঠিয়ে দেয়া হয়।
আসমাউল আসিফ/এসএ/এমএস