কেন্দ্র দখলে বাধা দেয়ায় গুলিতে ছাত্রদল নেতা নিহত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০৪:৪১ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৮

সিলেট-৩ আসনে কেন্দ্র দখলে বাধা দেয়ায় প্রতিপক্ষের গুলিতে বালাগঞ্জে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সায়েম আহমদ সোহেল (৩০) নিহত হয়েছেন। রোববার বিকেল ৩টার দিকে উপজেলার আজিজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মাহবুবুল আলম জানান, ভোট শেষ হওয়ার ১০/১৫ মিনিট আগে এক দল লোক ভোটকেন্দ্র দখল করতে আসে। এ সময় আরেকটি দল তাদের বাধা দেয়। তখন দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে এবং গুলির শব্দ পাওয়া যায়। এতে উপজেলা ছাত্রদল নেতা সোহেল নিহত হয়েছেন বলে খবর পেয়েছি।

এ বিষয়ে বালাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান অভিযোগ করে বলেন, বিকেল ৩টার দিকে আওয়ামী লীগ ও ছাত্রলীগ ক্যাডাররা আজিজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখল করতে গেলে ছাত্রদল নেতা সোহেলসহ বিএনপি নেতাকর্মীরা বাধা দেন। এ সময় ছাত্রলীগ ক্যাডারদের গুলিতে সোহেল নিহত হন।

এদিকে ছাত্রদল নেতা সায়েম আহমদ সোহেল খুনের খবর পেয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কাজী এম এমদাদুল ইসলাম। এ সময় তার সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সন্দ্বীপ কুমার সিংহ।

 

ছামির মাহমুদ/এফএ/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।