ফতুল্লায় ইন্স্যুরেন্স কর্মীকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা


প্রকাশিত: ০৩:০৭ পিএম, ২২ আগস্ট ২০১৫

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লায় প্রকাশ্যে পিটিয়ে আব্দুল্লাহ আল মামুন (৩০) নামে এক ইন্স্যুরেন্স কর্মীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার বিকেলে ফতুল্লার ভুইগড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আল মামুন নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার আতাদী মোল্লা বাড়ির ডাক্তার শাহনেওয়াজ মোল্লার ছেলে।

আল মামুন স্বপরিবারে ফতুল্লার ভুইঘর কাজী বাড়ি এলাকার হাজী রহিম উদ্দিনের বাড়িতে ভাড়ায় বসবাস করেন এবং তিনি যাত্রাবাড়ি এলাকায় পদ্মা লাইফ ইন্স্যুরেন্স বীমা কর্মী হিসেবে চাকরি করতেন।

প্রত্যক্ষ্যদর্শীরা জানান, বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ভুইগড় এলাকায় সোহেলের চায়ের দোকানে খাচ্ছিলেন। এ সময় কয়েকজন ছেলের সঙ্গে তুচ্ছ ঘটনা নিয়ে আব্দুল্লাহ আল মামুনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা সোহেলকে এলোপাতাড়িভাবে কিল ঘুষি দিয়ে অচেতন করে সড়কের পাশে ফেলে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য শহরের ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জাগো নিউজকে জানান, আব্দুল্লাহ আল মামুনের হত্যার কারণ ও দুষ্কৃতিকারীদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে বলেও জানান তিনি
 
শাহাদাৎ হোসেন/এআরএ/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।