নোয়াখালীতে ভোট বর্জন করলেন বিএনপির দুই প্রার্থী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৩:৩৬ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৮

নোয়াখালী-৪ আসনে ধানের শীষের প্রার্থী বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান ও নোয়াখালী-২ আসনে ধানের শীষের প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।

নির্বাচনে অনিয়মের অভিযোগে রোববার দুপুরে জেলা শহরের রশিদ কলোনীস্থ নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে ভোট বর্জনের ঘোষণা দেন মো. শাহজাহান।

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান, বিএনপি নেতা মো. সেলিমসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অপরদিকে নোয়াখালী-২ আসনে বিএনপির প্রার্থী জয়নুল আবদিন ফারুক কাবিলপুর গ্রামে নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে করে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। তিনি এ নির্বাচন প্রত্যাখ্যান করে পুনর্নিবাচন দাবি করেছেন।

তবে নোয়াখালী-১ আসনে বিএনপির প্রার্থী এ এম মাহবুব উদ্দিন খোকন জানান, ভোট শেষ হওয়ার এখনো যে সময় আছে তার মধ্যেও ভোটারদের কেন্দ্রে আসতে দিলে তিনি জয়ী হবেন।

মিজানুর রহমান/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।