নেদারল্যান্ডস হাই কমিশনের ভোট কেন্দ্র পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৪৩ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৮

রাজধানীর উত্তরা ৫ নম্বর সেক্টরের আই ই এস স্কুল এন্ড কলেজে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন নেদারল্যান্ডস হাই কমিশনের দুই পরিদর্শক জেভোয়েন স্টিগস ও হান্স আজের্নটাইন।

আজ রোববার (৩০ ডিসেম্বর) সকাল ১০ টায় তারা এই কেন্দ্র পরিদর্শন করেন। তারা এইদিন ভোট কেন্দ্রের ভেতরে ঢুকে বিভিন্ন বুথে গিয়ে ভোটগ্রহণ প্রক্রিয়া পর্যবেক্ষণ করেছেন।

এসময় প্রায় সব কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের সঙ্গে কথা বলেন তারা। ভোটকেন্দ্র পরিদর্শন শেষে তারা চলে যান। তবে সাংবাদিকদের সাথে কোনো কথা বলেননি দুজনের কেউই।

জেএ/এফএইচ/আরএম/এসএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।