কালিয়াকৈরে রোববার আ.লীগের অর্ধদিবস হরতাল


প্রকাশিত: ০২:৪১ পিএম, ২২ আগস্ট ২০১৫

যুবলীগ নেতা মো. রফিকুল ইসলামকে হত্যার প্রতিবাদ এবং খুনিদের গ্রেফতারের দাবিতে রোববার গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় অর্ধদিবস হরতাল আহ্বান করা হয়েছে।

শনিবার দুপুরে অনুষ্ঠিত এক প্রতিবাদ সভায় উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো. তোফাজ্জল হোসেন রানা এ হরতালের ঘোষণা দেন।

সভায় বক্তারা রফিকুলের খুনিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এ সভা থেকেই রোববার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কালিয়াকৈরে হরতালের আহ্বান করা হয়।

কালিয়াকৈর বাসস্ট্যান্ড কেন্দ্রীয় জামে মসজিদ এলাকায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কালিয়াকৈর উপজেলা চেয়ারম্যান মো. রেজাউল করিম রাসেল, যুবলীগের সভাপতি মো. হিরু মিয়া প্রমুখ।

এদিকে, দুপুর আড়াইটার দিকে কালিয়াকৈর গোলাম নবী উচ্চ বিদ্যালয় মাঠে নিহত যুবলীগ নেতা রফিকুল ইসলামের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

জানাজার নামাজে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ও স্থানীয় এমপি আ ক ম মোজাম্মেল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. আজমত উল্যাহ খান, কালিয়াকৈর উপজেলা চেয়ারম্যান মো. রেজাউল করিম রাসেলসহ দলীয় নেতাকর্মী ও এলাকাবাসী অংশ নেন।

পরে নিহতের নিজ গ্রাম কালিয়াকৈরের টেংলাবাড়িতে আরেকটি জানাজার নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।
                
আমিনুল ইসলাম/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।