ব্রাহ্মণবাড়িয়ায় এক কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০১:৫৫ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৮
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের একটি কেন্দ্রে গুলিবিদ্ধ হয়ে ইসরাইল (১৯) নামে এক যুবক নিহত হওয়ার ঘটনায় ভোটগ্রহণ স্থগিত রাখা হয়েছে। রোববার বেলা ১১টা থেকে সদর উপজেলার নাটাই (উত্তর) ইউনিয়নের রাজঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সত্যরঞ্জন রায় জানান, দুর্বৃত্তরা কেন্দ্রের ছয়টি কক্ষের মধ্যে দুটি থেকে দুটি ব্যালট বাক্স ছিনিয়ে নিয়ে গেছে। এর ফলে ভোটগ্রহণ বন্ধ রয়েছে।

এর আগে বেলা ১১টার দিকে রাজঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ ও গুলি বর্ষণ করে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে ইসরাইল নিহত হন।

আজিজুল সঞ্চয়/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।