বিএনপির এজেন্টদের কেন্দ্রে ঢুকতে বাধা দেয়ার অভিযোগ মুক্তাদিরের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০১:৩৫ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৮

ভোটকেন্দ্রে বিএনপির পোলিং এজেন্টদের ঢুকতে বাধা দেয়ার অভিযোগ করেছেন সিলেট-১ আসনে বিএনপি ও ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির।

রোববার সকাল ৯টার দিকে সিলেট নগরের সারদা স্মৃতি হল কেন্দ্রে স্ত্রীকে নিয়ে ভোট দেয়ার পর সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করেন খন্দকার আব্দুল মুক্তাদির।

মুক্তাদির বলেন, জনমনে পুলিশ ও সরকারদলীয় নেতাকর্মীরা ভীতি সৃষ্টি করে আতঙ্কজনক পরিস্থিতি তৈরি করেছে। কাউকেই ঘর থেকে বের হতে দিচ্ছে না। গতকাল রাতেও আমাদের নেতা-কর্মীরা গ্রেপ্তার আতঙ্কে পালিয়ে বেড়িয়েছে।

মুক্তাদির বলেন, আমাদের পোলিং এজেন্টকে কেন্দ্রে ঢুকতে বাধা দেয়া হচ্ছে। খাদিমপাড়া কৃষ্ণনগর সেন্টার থেকে আমাদের দলের নেতা সাবেক মেম্বার পাখি মিয়াসহ দুজনকে আটক করা হয়েছে।

প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৪৪ হাজার ২১৯ জন। এর মধ্যে ২ লাখ ৮৬ হাজার ২ শত ৬৯ জন পুরুষ এবং ২ লাখ ৫৭ হাজার ৫ শত ৭৫ জন নারী ভোটার।

ছামির মাহমুদ/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।