নৌকায় জাল ভোটের অভিযোগ ইমরান এইচ সরকারের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ১২:৫২ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৮
ফাইল ছবি

কুড়িগ্রামে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টায় শুরু ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। অধিকাংশ ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম থাকলেও অনেক কেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। কুড়িগ্রাম-৩ আসনের উলিপুরে থেতরাই ইউনিয়নের দরিকিশরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিএনপি সমর্থকরা ব্যালট বাক্স ছিনতাই করার চেষ্টা করলেও আইনশৃংখলা বাহিনী তা প্রতিহত করে। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি আইনশৃংখলা বাহিনী। এছাড়া বিচ্ছিন্ন কিছু অভিযোগ রয়েছে প্রার্থীদের।

কুড়িগ্রামের ৪টি আসনে দলীয় ও স্বতন্ত্র প্রার্থীসহ ৪০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলার মোট ভোটার ১৫ লাখ ৪৭ হাজার ২জন। এরমধ্যে পুরুষ ৭ লাখ ৬১ হাজার ১৪৫ জন, নারী ৭ লাখ ৮৫ হাজার ৮৫৭ জন। ভোট কেন্দ্র ৬৯৭টি, ভোট কক্ষের সংখ্যা ৩ হাজার ২২১ জন। গুরুত্বপূর্ণ ৩৭৭টি কেন্দ্রের মধ্যে চরাঞ্চলেই ১০০টি গুরুত্বপূর্ণ কেন্দ্র রয়েছে। সেনাবাহিনী ৩শ জন, বিজিবি ৩৮০ জন, র্যাব-৫০জন, পুলিশ ১ হাজার ৭শ জন, আনসার ৮ হাজার ৩৬৪জন। এছাড়াও নির্বাচনে পরিবেশ ঠিক রাখতে ১১৮টি মোবাইল টিম কাজ করছে।

কুড়িগ্রাম-১ আসনে নাগেশ্বরী উপজেলায় ১টি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন রয়েছে। এখানে পুরুষ ভোটার ১ লাখ ৪২ হাজার ৭৮৯ জন, নারী ভোটার ১ লাখ ৪৪ হাজার ৩১৬ জন। ভোটকেন্দ্র ১৩৪টির মধ্যে ৫৭৮টি কক্ষ রয়েছে। এবং ভূরুঙ্গামারী উপজেলা ১০টি ইউনিয়নে পুরুষ ভোটার ৮৫ হাজার ৬৯ জন, নারী ভোটার ৮৯ হাজার ৩৪২ জন। ভোট কেন্দ্র ৯২টি, কক্ষ আছে ৩৭৮টি। এই আসনে ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে ১১৪টি।

কুড়িগ্রাম-২আসনে সদর উপজেলায় ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়নে পুরুষ ভোটার ১ লাখ ১১ হাজার ৪৩৯ জন, নারী ১ লাখ ১৩ হাজার ১৩২ জন। কেন্দ্র ৯০টিতে কক্ষ আছে ৪৬৬টি। রাজারহাট উপজেলায় ৭টি ইউনিয়নে পুরুষ ভোটার ৭০ হাজার ৬ জন, নারী ৭২ হাজার ৩৬৫ জন। কেন্দ্র ৬০টিতে কক্ষ আছে ২৯৯টি। ফুলবাড়ি উপজেলায় ৬টি ইউনিয়নে ভোটার পুরুষ ৬২ হাজার ৩০১ জন, নারী ৬৪ হাজার ১১০জন। ভোট কেন্দ্র ৫০টিতে ২৫৮টি কক্ষ আছে। এই আসনে ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে ১৩১টি।

কুড়িগ্রাম-৩ আসনে উলিপুর উপজেলায় ১টি পৌরসভা ১৩টি ইউনিয়নে পুরুষ ১ লাখ। ১৪১টি কেন্দ্রে কক্ষ ৬৩২টি। এই আসনে ৬৬টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে।

কুড়িগ্রাম-৪টি আসনে ৩টি উপজেলায় ১৫টি ইউনিয়ন রয়েছে। চিলমারী উপজেলায় ৬টি ইউনিয়নে পুরুষ ৪৪ হাজার ৭৬৪ জন, নারী ৪৭ হাজার ৯২১ জন। কেন্দ্র ৪২টিতে কক্ষ আছে ১৫৭টি।

রৌমারী উপজেলায় ৬টি ইউনিয়নে পুরুষ ৭০ হাজার ৫০৫ জন, নারী ৭১ হাজার ৮৫১ জন ভোটার। কেন্দ্র আছে ৬১টি, কক্ষ ৩০৫টি।
রাজিবপুর উপজেলায় ৩টি ইউনিয়নে পুরুষ ২৬ হাজার ৫৩৫ জন, নারী ২৭ হাজার ৫৪৪ জন ভোটার। কেন্দ্র ২৭টি, কক্ষ ১১৫টি। এই আসনে ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে ৬১০টি।

কুড়িগ্রাম-৪ আসনের প্রার্থী গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের অভিযোগ- চিলমারীর নয়ারহাট, অস্টমীর চর ইউনিয়নে নৌকা সমর্থকরা জোড় করে জাল ভোট দিচ্ছে।

কুড়িগ্রাম-২ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী মোকছেদুর রহমান বলেন, বিভিন্ন কেন্দ্রে আমাদের এজেন্টদের বের করে দেবার অভিযোগ শোনা যাচ্ছে। তবে সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা সুলতানা পারভীন জানান, কুড়িগ্রামের ৪টি আসনে সকাল ১১টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে গ্রহণ চলছে। কিছু পাল্টাপাল্টি অভিযোগ আসলেও সেগুলোর বিষয়ে কোন সত্যতা পাওয়া যায়নি। ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোট দিচ্ছেন। জনগণের নিরাপত্তার জন্য পর্যাপ্ত আইনশৃংখলা বাহিনী রয়েছে।

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।