কেন্দ্রের পরিবেশ এখনও শান্তিপূর্ণ বললেন ফখরুল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ০৯:২৬ এএম, ৩০ ডিসেম্বর ২০১৮

ঠাকুরগাঁওয়ে ভোট দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার সকাল সাড়ে ৮টায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে তিনি ভোট দেন।

ভোটকেন্দ্র থেকে বের হয়ে মির্জা ফখরুল বলেন, কেন্দ্রের পরিবেশ এখনও শান্তিপূর্ণ। ভোটাররা যদি ভোট দিতে পারেন তাহলে ঐক্যফ্রন্টের বিজয় হবে।

তিনি আরও বলেন, ঠাকুরগাঁওসহ দেশের অনেক ভোট কেন্দ্রের অবস্থা ভালো নেই। আমরা চাই ভোটাররা ভোট প্রদান করুক, ভোট দিতে পারলেই তারা তাদের পছন্দের প্রার্থী বিজয়ী করতে পারবেন ও গণতন্ত্রের বিজয় হবে।

পরে তিনি নিজ নির্বাচনী আসনের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন ও সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলেন। এ সময় তার সঙ্গে স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার দেশের ৩০০টি সংসদীয় আসনে বিভিন্ন দলের ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ১ হাজার ৮৬১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

যেখানে সারা দেশে এবার মোট ভোটার সংখ্যা ১০ কোটি ৪২ লাখ ৩৮ হাজার ৬৭৩ জন। ভোটকেন্দ্র ৪০ হাজার ১৮৩টি ও ভোটকক্ষ ২ লাখ ৬ হাজার ৭৬৭টি।

রবিউল এহসান রিপন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।