চাঁপাইনবাবগঞ্জে ৬ কেজি গান পাউডার উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৯:০৪ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৮

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ওয়াহেদপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি ৮০০ গ্রাম গান পাউডার উদ্ধার করেছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি তারা।

বিজিবি জানায়, শনিবার দুপুর ২টার দিকে ওয়াহেদপুর বিওপি’র বিজিবির একটি টহল দল সুবেদার মো. নওশের আলীর নেতৃত্বে সীমান্ত পিলার ১৩/৩-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালায়। এ সময় জেলার শিবগঞ্জ উপজেলার শ্যামপুর মাঠ নামক এলাকায় এক ব্যক্তির আচরণ সন্দেহজনক মনে হলে বিজিবি তাকে চ্যালেঞ্জ করে। একপর্যায়ে ওই ব্যক্তি তার হাতে থাকা একটি ব্যাগ ফেলে দৌড়ে ভারতের দিকে পালিয়ে যায়। পরে ওই ব্যাগটি তল্লাশি করে ৫ কেজি ৮০০ গ্রাম গান পাউডার উদ্ধার করা হয়। এগুলোর মধ্যে ছিল ৩ কেজি সাদা, ১ কেজি ৪০০ গ্রাম হলুদ এবং ১ কেজি ৪০০ গ্রাম কালো রংয়ের গান পাউডার।

বিষয়টি সত্যতা নিশ্চিত করে ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ সারোয়ার জানান, উদ্ধারকৃত গান পাউডারগুলো শিবগঞ্জ থানায় জমা দেয়া হবে ।

মোহা. আব্দুল্লাহ/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।